জাকির হোসেন, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে কুতুব উদ্দীন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৭নভেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কুতুবউদ্দিন কায়বার ১নং রুদ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের ডা. নাহিদ শাহরিয়ার সাব্বির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এবং আলাউদ্দিন (৫৫) নামে আহত আরেক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই ইউপি সদস্য প্রার্থীসহ ১২ জন আহত হন। তাদের মধ্যে ৬ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে কুতুব উদ্দিনের মৃত্যু হয়।