কাউখালী প্রতিনিধি।
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে প্রকাশ্যে লাঞ্ছিত ও অপমানিত করা সহ সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কাউখালীর সর্বস্তরের শিক্ষক সমাজের আহ্বানে কাউখালী উপজেলা সড়কে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
২জুলাই শনিবার সকাল ১১ টায় প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নজরুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কুমার কর্মকার, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের প্রভাষক মনিরুল ইসলাম, মহিলা কলেজের প্রভাষক শাহজাদী রেবেকা শাহীন চৈতী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, প্রাথমিক সহকারি শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর, মাধ্যমিক শিক্ষক সমিতি ( কামরুজ্জামান ) এর সভাপতি কিরণ চন্দ্র হালদার ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির প্রমূখ ।
মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পল্টন ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু ।
কর্মসূচি সঞ্চালনায় ছিলেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের প্রভাষক রবীন মুখোপাধ্যায় ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষক নির্যাতনকারী দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।