জাকির হোসেন।
কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের পূর্ব মজমপুর এলাকার রেললাইনের ধারে ইসহাকের পুত্র বাপ্পির নিজ বাসভবনে শনিবার সন্ধ্যা ৭ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এই মাদক ব্যবসায়ী আটক হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করেন।
সে সময় আসামির বাড়ি থেকে ৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখা।
অভিযানটি পরিচালনা করেন সাব ইন্সপেক্টর শেখ আবুল কাশেম, সাব ইন্সপেক্টর জি এম হাফিজুর রহমান, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মোঃ হোসেন আলী সহ আরো অনেকে।