লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার।
মাদক বিরোধী চলমান Stratagic (কৌশলগত) অপারেশনে সফলতা পেয়েছে আশুগঞ্জ থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনিছুর রহমান, সরাইল সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান এর সার্বিক তত্ত্বাবধানে চলমান অভিযানে অদ্য ০৩/০৭/২০২২ইং তারিখে ভোর ০৬.২০ ঘটিকার সময় আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর ১ শ কেজি গাঁজা ০১টি প্রাইভেটকার সহ ০২ জন আসামীকে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ।
আশুগঞ্জ থানায় কর্মরত রাত্রীকালীন মোবাইল-২ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোঃ শওকত ওসমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা হইতে মাদকদ্রব্য (গাঁজা) নিয়া প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশ্যে যাইতেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর বিষয়টি মোবাইল ফোনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া কর্তৃপক্ষের নির্দেশে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় ফোর্সসহ মামলার ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার অনুমান ২ শ গজ পূর্ব দিকে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অদ্য ০৩/০৭/২০২২ইং তারিখ ভোর ০৬.২০ ঘটিকার সময় অবস্থান করিয়া তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করিয়া গাড়ী তল্লাশী করিতে থাকেন। তল্লাশীকালে আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় প্রাইভেটকারটি তল্লাশীর চৌকির কাছে আসিলে প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি ঘটনাস্থলে থামে। তল্লাশীকরে ১ শ কেজি গাঁজা, মূল্য-৩০ লক্ষ টাকা ও ০১টি প্রাইভেটকার সহ ০২ জন আসামী গ্রেপ্তার-১। মোঃ রাকিব মিয়া (২১), পিতা-মোঃ বারেক মিয়া, সাং-আমতলী, ৬নং ওয়ার্ড, ০২। মোঃ রবিন (২০), পিতা-আনসার আলী, সাং-কালিসীমা, চান্দুরা (চুল্লা বাড়ি), উভয় থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা, নং-০৫, তারিখ-০৩/০৭/২০২২ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর ১৯ (গ)/৩৮/৪১ রুজু করা হইয়াছে।