লায়ন রাকেশ কুমার ঘোষ ,স্টাফ রিপোর্টার।
হিন্দু মহিলার পাকিস্তান পুলিশের শীর্ষ পদে নিয়োগ হওয়ার বড় ব্যাপার। সেই অসাধ্য সাধন করে ফেলেছেন মনীষা রুপেতা। পাকিস্তান পুলিশের ডেপুটি সুপারের পদে বসতে চলেছেন তিনি।
মনীষা রুপেতার বর্তমান বয়স ২৬। সিন্ধু প্রদেশের জেকোবাবাদের বাসিন্দা। ১৩ বছর বয়সে তিনি তার পিতাকে হারান। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। পিতার মৃত্যুর পর তার মা সংসারের দায়িত্ব। চলে আসেন করাচিতে। পিতার মৃত্যুও তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। তার স্বপ্ন ছিল তিনি পুলিশ কর্মকর্তা হবেন। সিন্ধু পাবলিক সার্ভিস কমিশনের ১৫২ জন সফল পরীক্ষার্থীর মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। তার অন্যান্য ভাইবোনেরা ডাক্তারি পড়ছেন।
মনীষা বলছেন, রক্ষণশীলতা ও পুরুষতান্ত্রিক সমাজের কঠোর নীতির বিরুদ্ধেই তার লড়াই চলবে। এ দেশে প্রশাসনিক পদে লিঙ্গবৈষম্য প্রবল। মহিলাদের ওপর নির্যাতনের মাত্রাও বেশি। সেখানে প্রথম তিনিই হবেন মহিলা রক্ষক। লিঙ্গবৈষম্য ঘুচিয়ে মহিলাদের অধিকার দেওয়ার চেষ্টা করবেন তিনি। যদি পাকিস্তানে এমন গুরুদায়িত্ব পালন করা সহজ ব্যাপার নয় বলেই মনে করছেন অনেকে। একজন মহিলা হয়ে তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের, প্রশাসনিক শীর্ষ পদে টিকে থাকাটাই চ্যালেঞ্জের। মনীষা কতদিন সেই চ্যালেঞ্জ সামলাতে পারবেন সেটাই দেখার বিষয়।