কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সাপ্তাহব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্নসম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক।
এসময় একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দিনের প্রথম খেলায় বালক বিভাগের ফুটবলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়।
বালিকা ফুটবলের ১ম খেলায় সাক্রাছড়ি স্কুলকে ১-০ গোলে হারায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়।
বালিকা ২য় খেলায় বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী স্কুল ট্রাইব্রেকারে ২-১ গোলে শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। পরে একই মাঠে বালিকা ফুটবলের ফাইনাল খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন।