গোলাম আজম ইরাদ,মাদারীপুর
আজ শুক্রবার ১১ নভেম্বর সকালে মাদারীপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠান শেষে একটি র্যালি বের হয়ে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।
মোহনা টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও মাদারীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসানের সঞ্চালানয় মোহনা টিভির প্রতিষ্ঠা বাষির্কীতে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াকুব খান শিশির, সিনিয়র সাংবাদিক ও ইউনানী চিকিৎসক গোলাম আজম ইরাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাশ, সহ-সভাপতি জহিরুল ইসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুফতি, মাসুদ সরদার,সাংগঠনিক সম্পাদক অজয় কুন্ড,কোষাধক্ষ্য আব্দুল্লাহ মামুন,কার্যকরী সদস্য সঞ্চয় কর্মকার অভিজিৎ, মঞ্জুর হোসেন,টি এম সিদ্দিক প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী অতিথিরা উপস্থিত ছিলেন ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথিরা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে এগিয়ে যাচ্ছে মোহনা টিভি।