কাপ্তাই প্রতিনিধি।
কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পালন করা হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় “দূর্যোগে দূর্ঘটনা হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”। শান্তির পায়রা উড়িয়ে ও অগ্নিনির্বাপন জ্বালিয়ে ফায়ার ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো.শাহাদাৎ হোসেন।
এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিন,সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান,৪ নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ স্কুল শিক্ষার্থী ও ফায়ার স্টেশনকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিনির্বাপনে মৃত্যুর ঝুঁকি নিয়ে অগ্রণী ভূমিকা পালন করলেও কখনো তাদেরকে ধন্যবাদ জানানো হয়না।