কাউখালী প্রতিবেদক।
রবিবার রাতে বাংলাদেশ নৌ পুলিশ ও মৎস্য বিভাগ জটিকা যৌথ অভিযান করে কাউখালী উপজেলার
চিড়াপাড়া নদী থেকে অবৈধ বেওয়ারিশ জাল উদ্ধার করে।
অবৈধ জালের মধ্যে রয়েছে ২টি বেহুন্দী জাল, ২টি কারেন্ট জাল ৫টি চরগড়া জাল ।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পাল জানান, অবৈধ জালের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।