লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার)
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া মাদক বিরোধী অভিযানকালে এ.এস.আই(নিরস্ত্র) উৎপল দেওয়ান ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৫/১২/২০২২ তারিখে, ভোর ০৫.৩০ ঘটিকর সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ কোড্ডা রেলগেইট রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ১০ কেজি গাঁজা সহ মোঃ সবুজ(২৫), কে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, পিতা-ফোরকান মিয়া, মাতা-মমতাজ বেগম, সাং-শাহাপুর(সুলতানপুর), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
অফিসার ইনচার্জ ওসি আসাদুল ইসলাম জানান,
গ্রেফতারকৃত আসামীকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।