কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা হল রুমে বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, অফিসার ইনচার্জ বনি আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ড, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদী রেবেকা চৈতি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, জাতীয় পার্টির জেপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল পায়েল, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ আরো অনেকে।