ইসলামী বিঃ প্রতিনিধি –
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২২-এ এবারের আসরে ছেলেদের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও মেয়েদের খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে এ সমাপনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ছাত্রদের মধ্যকার ফাইনাল খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ২৯-২২ গোলে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২১-১৮ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
অন্যদিকে ছাত্রীদের মধ্যকার খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ১৮-০৪ গোলে হারিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭-৩ গোলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে।
বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে হ্যান্ডবল প্রতিযোগীতার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমান প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে শুরু হয় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগীতা। আগামী ১৮ ডিসেম্বর থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা একই মাঠে শুরু হবে।