ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি।
সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এবারে এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ ডিসেম্বর সোমবার সকালে ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি বেইজড ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট বাংলাদেশ প্রকল্প এর আয়োজনে ও মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা বাস্তবায়নে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, প্রকল্পের জেন্ডার এস্পেশালিষ্ট জাকিয়া নাজনীন, ফিল্ড কর্ডিনেটর ড. রফিক খান, ক্লাইমেট এস্পশালিষ্ট মাসুদুর রহমান, আবাসিক মেড়িকেল অফিসার মৌমিতা দত্ত, , ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা ও গাজী আব্দুল হালিম, মহিলা বিষযক কর্মকর্তা রীনা রানী মজুমদার, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব দাশ।