লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার)
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই (নি:) মোবারক আলম ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬/১২/২২ ইং ২টা.৩০ ঘটিকার সময় বাদী আনোয়ার হোসেন (৫৭), পিতা-মোঃ সাইদ আলী, সাং-চরনাল নোয়াপাড়া, কসবা পৌরসভা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মবাড়িয়া পুলিশের সহায়তায় গ্রেফতারকৃত ১নং বিবাদী সাহেদ আলম(৪৮), পিতা-মোঃ হাবিব মিয়া, মাতা-রহিমা খাতুন, সাং-বিনাউটি মধ্যপাড়া(কাজী মমিনুল ইসলামের বাড়ি পাশে), থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া সহ থানায় অভিযোগ দায়ের করিলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ আখাউড়া থানার মামলা নং-১০, তাং-০৬/১২/২০২২ ইং, ধারা-৩৯৪ রুজু করা হয়। পরবর্তীতে আসামী সহ অভিযান পরিচালনা করিয়া ছিনতাইকৃত ০৩ চাকা বিশিষ্ট ১টি ইজিবাইক/অটোরিক্সাটি কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল বাজারের কলেজ কোয়াটার মার্কেটের পিছন হইতে মোঃ তাজুল ইসলাম (৩৫), পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-শাহিনা বেগম, সাং-পীর সোনাকান্দা, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লার এর হেফাজত হইতে উদ্ধার করা হয়।
অপর অভিযানে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে এস.আই(নিরস্ত্র) মো: আবু ছালেক সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ০৬/১২/২০২২ ইং: তারিখে, আখাউড়া এলাকা হইতে বিজ্ঞ আদালতের জিআর-২৯৫/২১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত জিআর আসামী মোঃ শরিয়ত উল্লাহ প্রকাশ পাতাল (২৫), কে গ্রেফতার করা হয়েছে,পিতা-খোরশেদ মিয়া, সাং-কালিকাপুর, পোষ্ট-আখাউড়া চেকপোষ্ট, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া।
আরেক অভিযানে আখাউড়া থানা এলাকায় কিলো-৮ নাইট ডিউটি করাকালীন সময়ে এএস.আই(নিরস্ত্র) শাহজাহান শেখ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৭/১২/২০২২ ইং তারিখে, ভোর.০৫ ঘটিকায় আখাউড়া থানাধীন আসামীর নিজ বাড়ী হইতে বিমানবন্দর থানার মামলা নং-০২(০৪)২০০৫, জিআর-৯৭৬/০৫ এর ওয়ারেন্টভুক্ত ০২ বছরের সাজা প্রাপ্ত আসামী মোছাঃ কাজল কে গ্রেফতার করা হয়েছে, স্বামী-মাসুদ মিয়া, সাং-উমেদপুর (পূর্বপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান,
গ্রেফতারকৃত সকল আসামীদের অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।