কাউখালী,পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা আছিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটি একদিকে কাত হয়ে গেছে। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্র-ছাত্রীসহ,শিক্ষক, অবিভাবক পারাপার করে।
বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীরা জানান, আমরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হয়ে বিদ্যালয়ে যাই।
শীর্ষা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম জানান, এই ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবহিত করা হয়েছে। ব্রিজটি মেরামত না করা হলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সয়না রঘুনাথপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জানান, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি অবহিত করা হয়েছে।