কাউখালী,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখার হুবহু নিপুন হাতে ছবি আঁকলেন স্কুল ছাত্র রিফাত জামান অপু।
অপু পিরোজপুর কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান খানের সন্তান।
অপু কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউএনও’র অফিস কক্ষে অপু ও তার মা দুলালি খানম এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার হাতে আঁকা ছবিটি তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেগ আপ্লুত হয়ে পড়েন। নির্বাহী কর্মকর্তা মহোদয় এ সময় অপুকে তার স্বাক্ষরিত দুটি বই উপহার দেন।
অপুর এই অসাধারণ নিপুন হাতে ছবি আঁকার জন্য কাউখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে অপুর প্রতি দোয়া ও শুভকামনা জানিয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।