লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার)
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ২০ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় এক নং রেললাইনের উপর উপকূল এক্সপ্রেস ট্রেনের সামনের ক্যান্টিনের ভিতর থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম ইব্রাহিম মিয়া (২১) তিনি কসবা থানার নোয়াগাঁও মধ্যপাড়া তাজুল ইসলামের ছেলে।
জানা যায়, এসআই আব্দুল্লাহ আল মাসুদ আখাউড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে, মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে ২০ কেজি গাঁজাসহ হাতে নাতে তাকে আটক করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। ২০ কেজি গাঁজাসহ আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।