কাপ্তাই প্রতিনিধি।
কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোখেন দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মানববন্ধন ও শোভাযাত্রা করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, মহিলা ভাইসচেয়ারম্যান উমেচিং মারমা, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ওসি তদন্ত ইশতিয়াক আহমেদ ও উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম।
পরে একজনকে রোকেয়া দিবসে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলা অফিসারসহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।