মোঃ আমিন হোসেন,স্টাফ রিপোর্টার।
ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার(২৬ জানুয়ারী) সকাল ৬ টার দিকে ঝালকাঠিগামী একটি সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি পিকআপের পিছনে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঝালকাঠি থানার চৌপাল গ্রামের রুস্তম আলীর ছেলের মো. মারজান (০৯) কে গুরুত্বর আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয়।
এতে সিএনজিতে থাকা আরও ৫ জন গুরুত্বর আহত হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান,দূর্ঘটনার শিকার সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।