কাপ্তাই প্রতিনিধি।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট দলের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে।
বুধবার রোভার স্কাউট দল ইনস্টিটিউটের বিভিন্ন অংশে পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন।
স্কাউট জনক বিপি বলেছে এ পৃথিবীকে তুমি যেমন পেয়েছো,তার চেয়ে আরো সুন্দর করে রেখে যাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিস্কার অভিযান করা হয়।
পরিস্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করেন
রোভার স্কাউট ইউনিট সভাপতি ও বিএসপিআই অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার ( লিডার ট্রেইনার)।
এসময় উপস্থিত থেকে কাজে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ ( ইউনিট লিডার), শফিউল ইসলাম (সহকারী ইউনিট লিডার)।