কাউখালী প্রতিনিধি।
কাউখালীতে অবৈধ জাল উদ্ধার।ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকারক অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের অভিযানের অংশ হিসেবে রবিবার (৫ ফেব্রুয়ারি)সকালে কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ উপজেলার কচাঁ নদীতে অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ হাজার মিটার চরগড়া জাল উদ্ধার করে ।
অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।
পরে উদ্ধারকৃত জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার নির্দেশে কচাঁ নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।