কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ।
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কাউখালী অধিদপ্তরের উদ্যোগে সোমবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে দরিদ্র মহিলাদের পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল।
প্রশিক্ষণে অত্র বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।