মোঃ বনি, হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি।
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কালাপাড়িয়া গ্রামের মৃত আজগর মন্ডলের ছোট পুত্র শওকত মন্ডল গুরুতর অসুস্থ ।
চিকিৎসক বলেছেন তার হার্ট ব্লক হয়ে গেছে। আর এমন অবস্থায় খুব অসহায়ত্ত জীবন যাপন করছেন শওকত , চিকিৎসক বলেছেন ওনার চিকিৎসা বাবদ প্রায় ৪ লক্ষ টাকা খরচ হবে।অসহায় শওকত মন্ডলের পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনো ভাবেই সম্ভব নয়।এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। দুবেলা দু’মুঠো খাবার জোগাড় করার মত ক্ষমতাও তার নেই।
শওকত মন্ডলের বাড়িতে গিয়ে প্রতিবেশিদের থেকে জানাযায়, কিছু ভাংগা চাউল রান্না করেছে এবং প্রতিনিয়তই দিন পার করতে হচ্ছে খেয়ে না খেয়ে। সেখানে শওকতের পক্ষে ৪ লক্ষ টাকা জোগাড় করে চিকিৎসা করা তার পক্ষে অসম্ভব।
আমাদের দেশের যে সকল দয়াবান বৃত্তশালীরা আছেন আপনারা যদি আপনাদের সহযোগিতার হাত শওকত মন্ডলের প্রতি বাড়িয়ে দেন তাহলে তার অকাল ঝরে যাওয়া জীবনটা কিছুদিন বেঁচে থাকার সুযোগ তৈরি করে দেবে।
মানুষ, মানুষের জন্য। আপনারা যদি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে একটা জীবন ও অসহায় পরিবার বেঁচে যেতে পারে, সাহায্য পাঠানোর জন্য শওকত মন্ডলের নগদ ও বিকাশ নাম্বার ০১৯৫০ ৩৭ ৪৭ ৮১ পার্সোনাল।