কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজনে কাউখালীতে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসীন কবীর, এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম গিয়াস উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক মঞ্জুরুল মারুফ পায়েল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমূখ।
সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান।