কাউখালী ( পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা সড়কে বৃহস্পতিবার রাতে সুর ছন্দ সঙ্গীত একাডেমি ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
সংগীত শিল্পী আশুতোষ মিস্ত্রির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য সুব্রত রায়, কাউখালী উপজেলা সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, কাউখালী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।
সংগীত পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বর্ণালী হালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ছোট ছোট সোনামণি ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি সংগীত চর্চায় থাকলে তাদের মন প্রফুল্ল থাকবে।