লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন ধরখার পুলিশ ফাঁড়ি এলাকায় ডিউটি করাকালীন সময়ে এসআই(নিঃ) মোঃ শাহ আলম ও সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র) মোঃ দিদার হোসেন, এটিএসআই মনির হোসেন পাটোয়ারী ও সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ টিম ২২/০৩/২০২২খ্রি: তারিখ রাত ০০.৩৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ধরখার ইউপি তন্তর বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন ধরখার ইউপিস্থ নোয়াপাড়া মাদ্রাসা সংলগ্ন ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে পুলিশের টিম উপস্থিত হইয়া ডাকাতির জন্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়া প্রস্তুতি কালে ১।মোঃ রবি (৩০), পিতা মোঃ আব্দুর রহমান, সাং ছতুরাশরিফ (উত্তর পাড়া), ২। মোঃ ছনা মিয়া (২৩), পিতা শেখ শফিকুল ইসলাম, সাং- ধরখার মধ্যপাড়া, ৩। মোঃ শরিফ মিয়া (২৮), পিতা মোঃ সোলাইমান মিয়া, সাং-ভাটামাথা (মধ্যপাড়া), ৪। মোঃ হাসান (২০), পিতা মোঃ নাছির মিয়া, সাং ছতুরা শরীফ উত্তরপাড়া, সর্ব ধরখার ইউপি, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মনবাড়িয়াদেরকে গ্রেফতার করেন। উক্ত আসামীদের দখল হতে ০১টি লোহার তৈরী প্লাষ্টিকের দুই হাতলযুক্ত তালা কাটা/ভাঙ্গার কাটার, যার গায়ে খোদাই করা ২৪ ইঞ্চি উল্লেখ আছে, ০১টি স্টীলের তৈরী গিয়ার যুক্ত ছুরি, যা খোলা অবস্থায় লম্বা অনুমান ১০ ইঞ্চি, বন্ধ অবস্থায় লম্বা নুমান ৫.৫ ইঞ্চি, কাঠের হাতল যুক্ত ০১ টি দা, যা হাতলসহ লম্বা অনুমান ২৪ ইঞ্চি, ০২টি লোহার রড, যার ০১টির লম্বা অনুমান ৩৭ ইঞ্চি, অপরটির লম্বা অনুমান ৩০ ইঞ্চি উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা সহ অস্ত্র আইনের মামলা রুজু করা হয়। থানার রেকর্ডপত্র যাচাই করিয়া দেখা যায় যে, উক্ত আসামীদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইন সহ একাধিক মামলা রয়েছে।