কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ।
পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে, শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, এই স্লোগানকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৩-২৪ চক্রের উপকার ভোগীদের মধ্যে vwb কার্ড ও খাদ্যশস্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যশস্য বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার কাউখালী উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি সচিব আশুতোষ বড়াল, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এ সময় সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে ৫২৫ জন উপকার ভোগীদের মধ্যে কার্ড ও চাল বিতরণ করা হয়।