পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন।
এরপরে কাউখালী লঞ্চঘাট সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় ও মোমবাতি প্রজ্বলন করা হয়।