পিরোজপুরের কাউখালীতে রবিবার সকালে যথাযথ মর্যাদা সহকারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৬ টা ১৫ মিঃ আনুষ্ঠানিকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এরপর কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রেস ক্লাবে সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, শিক্ষকবৃন্দ,সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।