লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান কালে এস.আই(নিরস্ত্র) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ২৫/১২/২০২৫ ইং তারিখ, দুপুর ২টা:০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন পৌরসভার অর্ন্তগত রেলওয়ে স্কুলের পূর্বপাশে বাইপাস সংলগ্ন অক্সফোর্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪ কেজি গাঁজা সহ মোঃ আনোয়ার (৪২), পিতা- মৃত রহিম মিয়া, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং-মধুবাগ, থানা-হাতিরঝিল, জেলা-ঢাকা‘ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।