বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ের দুর্গম ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন  কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত কাপ্তাই বিজিবি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট আটক করে সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না -মোঃ মোস্তফা আল ইহযায” জন্মস্থান সূত্রে নাগরিকত্ব মামলার যুক্তি শুনতে রাজি সর্বোচ্চ মার্কিন আদালত যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক মামদানির ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই কমিটিতে শাহরিয়ার রহমান আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের বিমানযাত্রা পরিহারের পরামর্শ মাদারীপুর মুক্ত দিবস আজ

আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের বিমানযাত্রা পরিহারের পরামর্শ

  • আপডেট এর সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার পঠিত হয়েছে

হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রে রিয়েল আইডি ছাড়াই বিমান ভ্রমণ করতে যাত্রীদের ৪৫ ডলার ফি প্রদানের বাধ্যবাধকতা আসছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ,বিশেষ করে আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের মধ্যে।

বিশেষজ্ঞ অ্যাটর্নিরা সতর্ক করে জানিয়েছেন, বৈধ ভিসাহীন পাসপোর্ট ব্যবহার করে পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ হতে পারে; তাই তারা আনডকুমেন্টেডদের এই মুহূর্তে বিমানযাত্রা পরিহারের পরামর্শ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) ঘোষণা করেছে, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে গ্রহণযোগ্য পরিচয়পত্র না থাকা যাত্রীদের ‘টিএসএ কনফার্মেশন আইডি’ নিতে হবে, যার ফি ৪৫ ডলার। টিএসএ যেসব পরিচয়পত্র গ্রহণ করবে তার মধ্যে রয়েছে—রিয়েল আইডিসমৃদ্ধ ড্রাইভিং লাইসেন্স বা স্টেট আইডি, এনহ্যান্সড ড্রাইভার্স লাইসেন্স (ইডিএল) বা এনহ্যান্সড আইডি (ইআইডি), যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বা পাসপোর্ট কার্ড, গ্রিনকার্ড, ওয়ার্ক পারমিট, ট্রাস্টেড ট্রাভেলার কার্ড, মার্কিন প্রতিরক্ষা বিভাগের আইডি, বর্ডার ক্রসিং কার্ড, স্বীকৃত ট্রাইবাল নেশনের ইস্যুকৃত ফটো আইডি, বিদেশি পাসপোর্ট, কানাডিয়ান প্রাদেশিক ড্রাইভিং লাইসেন্স, যুক্তরাষ্ট্রের মেরিনার ক্রেডেনশিয়াল এবং ভেটেরান হেলথ আইডেন্টিফিকেশন কার্ড। তবে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য নয়।

আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের অনেকের কাছেই নিজ দেশের পাসপোর্ট থাকলেও সেখানে বৈধ মার্কিন ভিসা না থাকলে তা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি যাদের ওয়ার্ক পারমিট আছে কিন্তু অন্য কাগজপত্রে ঘাটতি রয়েছে, তাদের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও ইমিগ্রেশন বিশেষজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী বাপসনিউজকে বলেন, “নিজ দেশের পাসপোর্ট বৈধ হলেও সেখানে যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকা জরুরি। না থাকলে বিমানবন্দরের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছে যেতে পারে এবং পরবর্তীতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।” তিনি আরও বলেন, “যাদের ওয়ার্ক পারমিট আছে কিন্তু নথিতে ঘাটতি রয়েছে, তাদের এই মুহূর্তে বিমানযাত্রা না করার পরামর্শ দিচ্ছি।”

বিশেষজ্ঞদের মতে, নতুন এই নিয়ম ইমিগ্রেশন ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য বাড়তি সতর্কতা এবং নীতি মেনে চলার প্রয়োজনীয়তা আরও জোরদার করবে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ