মোঃ মেহেদী হাসান, কাউখালি।
পিরোজপুরের কাউখালীতে “প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়,, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৩রা জানুয়ারী(শনিবার) সকাল ১১ ঘটিকার সময় সমাজ সেবায় উপকার ভোগী সদস্যদের নিয়ে এক বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী এক আলোচনা সভা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়ের ওপর বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন, ৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার,এনামুল হক, মোঃ ওমর ফারুক,মোঃ নুরুজ্জামান খোকন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুবিধাভোগী সদস্যবৃন্দ ও নানা শ্রেনিপেষার মানুষ।
আলোচনা শেষে উপকার ভোগী সদস্যদের মাঝে ঋণ সহায়তা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ন নাগরিক কার্ড বিতরণ করা হয় বলে জানা গেছে।