বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ের দুর্গম ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন  কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত কাপ্তাই বিজিবি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট আটক করে সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না -মোঃ মোস্তফা আল ইহযায” জন্মস্থান সূত্রে নাগরিকত্ব মামলার যুক্তি শুনতে রাজি সর্বোচ্চ মার্কিন আদালত যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক মামদানির ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই কমিটিতে শাহরিয়ার রহমান আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের বিমানযাত্রা পরিহারের পরামর্শ মাদারীপুর মুক্ত দিবস আজ

কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত

  • আপডেট এর সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান, কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শিরোনামে ৯ই (ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা ঘটে।

পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসেন, ৩ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোঃ আক্তারুজ্জামান প্রমুখ।

বক্তারা দুর্নীতি প্রতিরোধের জন্য একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা জরুরি বলে জানান। সেই সাথে স্থানীয় পর্যায়ে সঠিক ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দুর্নীতি কমানোও সম্ভব বলে মনে করেন।

এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ তার বক্তব্যে, দুর্নীতি প্রতিরোধে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি দপ্তর সহ সর্বত্র ৯(নয়) সদস্য বিশিষ্ট উপজেলার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির পরিচিতি ও প্রচারের জন্য উপজেলা কমিটিকে ব্যবস্থা নেয়ার কথাও বলেন।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাউখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুলতানা নীলা।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ