কাপ্তাই প্রতিনিধি ।
রাঙ্গামাটি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় তিতুমীর একাডেমি স্কুলের আয়োজনে এবং শিক্ষক শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে বিদায় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিতুমীর একাডেমির অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব হাসান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হানিফ, কাপ্তাই বিউবো সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কাপ্তাই উচচ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এবিএম সিরাজুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ প্রমুখ।
এসময় শিক্ষক, বিদায়ী শিক্ষার্থী ও অতিথিবৃন্দ কেকে কেটে বিদায় সংবর্ধনা পালন করা হয়।