বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ের দুর্গম ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন  কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত কাপ্তাই বিজিবি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট আটক করে সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না -মোঃ মোস্তফা আল ইহযায” জন্মস্থান সূত্রে নাগরিকত্ব মামলার যুক্তি শুনতে রাজি সর্বোচ্চ মার্কিন আদালত যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক মামদানির ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই কমিটিতে শাহরিয়ার রহমান আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের বিমানযাত্রা পরিহারের পরামর্শ মাদারীপুর মুক্ত দিবস আজ

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট পাম্প হাউসে চুরি 

  • আপডেট এর সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পঠিত হয়েছে
Oplus_131072

কাপ্তাই প্রতিনিধি। 

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পাম্প হাউসে চুরি।

সোমবার মুরগির টিলা নামক এলাকায় বিএসপিআই পাম্প হাউসে চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে চোর তাড়াতে গিয়ে মহিলাসহ দুইজন আহত হয়েছে।

স্থানীয়  নুনতী  নামক এক মহিলা জানান, নদী পথে গভীর রাতে দু’ইজন চোর নৌকা যোগে এসে পাম্প হাউসের বৈদ্যুতিক তার কেটে ফেলে।আমরা সংবাদ পেয়ে চোরদের তারা করি। মুহুর্তে দুই’জনচোর তারা খেয়ে নদী পথে পালিয়ে যায়। এবং চোরদের চিহ্নিত করা গেছে বলে জানান। এসময় চোর তারাতে গিয়ে দুইজন আহত হয়েছে বলে জানান।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট,কাপ্তাই  অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস জানান,তাদের পলিটেকনিক পাম্প হাউসটি মুরগীর টিলা নামক কাপ্তাই হ্রদে সংযুক্ত হওয়ার দরুণ বার,বার  পাম্প হাউসে চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান ২৩ জুন ২৫ইং তারিখ উক্ত পাম্প হাউসে চোরদ্বয় বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য একলাখ চুয়াল্লিশ হাজার টাকা।

থানায় মামলা করেও কোন চোর সনাক্ত বা আটক করা হয়নি বলে জানান। এবং  সোমবার একই ঘটনা হওয়ার দরুণ বিষয়টি কাপ্তাই থানা,উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনকে অবগত করেছে বলে জানান।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ