কাপ্তাই প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বুধবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা, বির্তক, অভিনয়, হামদ, নাত ও ক্বেরাত বিষয়ে উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে শতাধিক প্রতিযোগী অংশ নেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল ও কাপ্তাই উপজেলা ইসলামি ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মো: নাছির উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট এর বিচারকের দায়িত্ব পালন করেন।