শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ের দুর্গম ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন  কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত কাপ্তাই বিজিবি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট আটক করে সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না -মোঃ মোস্তফা আল ইহযায” জন্মস্থান সূত্রে নাগরিকত্ব মামলার যুক্তি শুনতে রাজি সর্বোচ্চ মার্কিন আদালত যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক মামদানির ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই কমিটিতে শাহরিয়ার রহমান আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের বিমানযাত্রা পরিহারের পরামর্শ মাদারীপুর মুক্ত দিবস আজ

বদলিজনিত কারনে বিদায় নিলেন কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা

  • আপডেট এর সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান,কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৩রা ডিসেম্বর (বুধবার) উপজেলা হলরুমে দুপুর ১২ ঘটিকার সময় এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে বিদায়ী নির্বাহী কর্মকর্তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাহ আলম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এক উন্নয়নের বহ্নিশিখা,যার আলোয় আমাদের কাউখালী আলোকিত হয়েছে। উপজেলার প্রতি পরতে পরতে জড়িয়ে আছে তার উন্নয়নের কর্মযজ্ঞ,যা কাউখালীবাসী আজীবন মনে রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ