স্টাফ রিপোর্টার ।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০/১১/২০২৫ ইং তারিখ. রাত ০২.৪০ ঘটিকার সময় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা হতে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ জন আসামী কৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।