বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ের দুর্গম ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন  কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত কাপ্তাই বিজিবি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট আটক করে সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না -মোঃ মোস্তফা আল ইহযায” জন্মস্থান সূত্রে নাগরিকত্ব মামলার যুক্তি শুনতে রাজি সর্বোচ্চ মার্কিন আদালত যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক মামদানির ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই কমিটিতে শাহরিয়ার রহমান আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের বিমানযাত্রা পরিহারের পরামর্শ মাদারীপুর মুক্ত দিবস আজ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাউখালীতে দোয়ার আয়োজন

  • আপডেট এর সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান, কাউখালী।

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১লা (ডিসেম্বর) সোমবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার পুরাতন ঈদগাহ মাঠ প্রাঙ্গনে দোয়ার আয়োজন করা হয়।
গত ২৩শে নভেম্বর থেকে ৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ফুসফুস সংক্রমণের উপসর্গ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হওয়ার পর থেকে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। বর্তমানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসার কিছুটা উন্নতি হলেও স্বস্তি কাটছে না তার নেতাকর্মী সমর্থকদের।

তাই বেগম জিয়ার সুস্থতা কামনায় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এ দোয়া মাহফিলে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর -২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন,পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ,সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক,শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় দোয়া অনুষ্ঠানে আবেগ তারিত কন্ঠে বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক উজ্জ্বল প্রতীক। বহু চড়াই-উৎরাই, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা।” তার অসুস্থতায় দল মত নির্বিশেষে দোয়ার আকুতি ভরা আত্মচিৎকারে তিনি আবারও প্রমান করেছেন যে তিনিই একমাত্র জনমানুষের মানুষ কন্যা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। তিনি সুস্থ থাকলেই দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আমরা নেত্রীকে সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরে পেতে চাই।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ