শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ের দুর্গম ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন  কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত কাপ্তাই বিজিবি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট আটক করে সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না -মোঃ মোস্তফা আল ইহযায” জন্মস্থান সূত্রে নাগরিকত্ব মামলার যুক্তি শুনতে রাজি সর্বোচ্চ মার্কিন আদালত যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক মামদানির ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই কমিটিতে শাহরিয়ার রহমান আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের বিমানযাত্রা পরিহারের পরামর্শ মাদারীপুর মুক্ত দিবস আজ

মামদানির ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই কমিটিতে শাহরিয়ার রহমান

  • আপডেট এর সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পঠিত হয়েছে

হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজঃ

নিউইয়র্ক সিটির নতুন নেতৃত্ব ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মেয়র-ইলেক্ট জোহরান মামদানি ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই (Minority and Women-Owned Business Enterprises) খাতের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছেন। এই কমিটিতে স্থান পেয়েছেন কমিউনিটি সংগঠন ‘ভালো’-এর প্রধান নির্বাহী শাহরিয়ার রহমান।

মেয়র-ইলেক্টের ট্রানজিশন টিমের অধীনে গঠিত বিভিন্ন কমিটি শহরের সামগ্রিক উন্নয়ন, ন্যায়সংগত সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক গতিশীলতা এবং কমিউনিটি ক্ষমতায়নের লক্ষ্য সামনে রেখে কাজ করছে। এসব কমিটির মূল উদ্দেশ্য হলো—ক্ষুদ্র ব্যবসা, অভিবাসী এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদাকে নীতি প্রণয়নের কেন্দ্রে নিয়ে আসা।

শাহরিয়ার রহমান দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসার বিকাশ, এমডাব্লিউবিই উদ্যোক্তাদের সুযোগ বাড়ানো এবং অভিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাঠামোগত সহায়তা নিশ্চিত করতে কাজ করে আসছেন। স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি সংগঠক এবং নানাপক্ষের সহযোগীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাকে এই দায়িত্বে বিশেষভাবে উপযুক্ত করে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, এই কমিটিতে তার অংশগ্রহণ নিউইয়র্ক সিটির ব্যবসা করিডর শক্তিশালী করার প্রচেষ্টায় নতুন দিশা দেখাবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, কমিউনিটি-ভিত্তিক প্রতিষ্ঠান ও অভিবাসী ব্যবসায়ীদের চাহিদা, সুযোগ এবং চ্যালেঞ্জ ভবিষ্যৎ নীতি ও পরিকল্পনায় যথাযথভাবে প্রতিফলিত হবে—এমন প্রত্যাশা করা হচ্ছে।

‘ভালো’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নিয়োগ শুধু নিউইয়র্ক সিটির প্রশাসনিক ধারায় নয়, বরং প্রতিষ্ঠানের ইতিহাসেও একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। প্রতিষ্ঠানটি বলেছে, কমিউনিটিকে ক্ষমতায়ন করাই তাদের কাজের মূল দর্শন; আর এই নিয়োগ সেই অঙ্গীকারকে আরও সুসংহত করবে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ