স্বরূপকাঠি প্রতিনিধি:
শর্ষীনা পীরের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পিরোজপুর ২ ( কাউখালি – ভান্ডারিয়া- নেছারাবাদ) আসনে মনোনয়ন না পেয়ে মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আজ ঘোষণা দিয়েছেন।
আজ সকালে শর্ষীনা পীরের মাজার জিয়ারতের মাধ্যমে মাহমুদ হোসেন তার নির্বাচনী প্রচারণা উদ্বোধন করেন। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ঘোষণা দেন।
মাহমুদ হোসেন বলেন, “দলের কাছে আমার প্রত্যাশা ছিল, কিন্তু মনোনয়ন না পেলেও জনগণের সেবা করার আমার অঙ্গীকার অটুট রয়েছে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পিরোজপুর ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “শর্ষীনা পীরের মাজারে দোয়া করে আমি আমার নির্বাচনী যাত্রা শুরু করলাম। আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার আসল শক্তি।”
মাজারে উপস্থিত তার সমর্থকরা এই ঘোষণায় উল্লাস প্রকাশ করেন এবং তাকে বিজয়ের শুভেচ্ছা জানান।
মাহমুদ হোসেন আগামী দিনগুলোতে এলাকাব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু করবেন বলে জানান।
বিএনপির মনোনয়ন কমিটি এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।