মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে দক্ষ ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে বিদায় জানাতে ভিড় করেন বিভিন্ন পেশার মানুষ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমাজ, বাঘাবাড়ি শ্রমিক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণও অনুষ্ঠানে যোগ দেন।
দুই বছর ধরে শাহজাদপুরে দায়িত্ব পালন কালে ইউএনও মোঃ কামরুজ্জামান প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিক কার্যক্রমেও বিশেষ ভূমিকা রাখেন।
তার উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে:
১. দীর্ঘদিনের স্থবির হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী (রহ.) মাজার উন্নয়ন কাজ পুনরায় শুরু করা এবং সমাপ্তির পথে নিয়ে যাওয়া।
২. পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ।
৩. উপজেলা পরিষদের অবহেলিত পুকুর সংস্কার করে জনসাধারণের বিনোদন ও বিশ্রামের উপযোগী পরিবেশ তৈরি।
৪. শাহজাদপুর পৌর পার্কের উদ্বোধন।
৫. শীতে রাতের বেলায় নিজে বের হয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ।
৬. অসহায় শিক্ষার্থীদের সহায়তা ও বিভিন্ন দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো।
এছাড়াও অসংখ্য উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ করে শাহজাদপুরের নান্দনিকতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে ভূমিকা রেখেছেন।
তার মানবিকতা, ভদ্রতা ও দায়িত্বশীল আচরণে শাহজাদপুরবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নেন তিনি। বিদায় অনুষ্ঠানে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্মকর্তা, সবাই তার কাজের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ কামরুজ্জামান শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি ছিলেন শাহজাদপুরবাসীর অভিভাবক।তার বিদায়ে এলাকায় এক ধরনের শূন্যতা অনুভূত হচ্ছে।