মোঃ মেহেদী হাসান, কাউখালী।
পিরোজপুরের কাউখালীতে অটোরিক্সা, ইজিবাইক ও মিশুক চলাচলে শৃঙ্খলা আনায়নের জন্য নতুন করে সবুজ রঙের স্টিকার শাটিয়ে চলাচলের সিদ্ধান্ত গ্রহন করেন উপজেলা শ্রমিক সংগঠন।
২রা ডিসেম্বর (মঙ্লবার) সকাল ১১ ঘটিকার সময় কাউখালী দক্ষিণ বাজার অটো স্ট্যান্ডে অটোরিক্সায় সবুজ রঙের স্টিকার লাগিয়ে শুভ উদ্বোধন করেন,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবির। তিনি বলেন, এখন থেকে এই উপজেলার সকল ধরনের অটোগাড়ী গুলোকে নতুন করে সবুজ রঙের স্টিকার লাগিয়ে যাতায়াত করতে হবে। মূলত রাস্তায় শৃঙ্খলা সহ এই উপজেলার গাড়িগুলোকে সহজে চিহ্নিত করার জন্যই এ আয়োজন।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গত আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই জেলার সাতটি উপজেলার অটোররিক্সা, ইজিবাইক ও মিশুক চলাচলে শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে সাতটি উপজেলার জন্য পৃথকভাবে সাতটি রং নির্ধারণ করা হয়। কাউখালী উপজেলার জন্য সবুজ রং নির্ধারন করা হয় বলে জানা গেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া,শ্রমিক দলের সভাপতি মোঃ আবু তাহের বেপারী,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের হোসেন বিপ্লব,কাউখালি উপজেলা সাবেক ছাত্রদল নেতা নাঈম মিয়া প্রমুখ।
পরিশেষে শ্রমিক দলের সভাপতি মোঃ আবু তাহের বেপারী কাউখালী উপজেলার শৃঙ্খলা রক্ষার স্বার্থে অটো,মিশুক,ইজি বাইক চালকদের সবুজ স্টিকার লাগিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।