মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২(কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, আহম্মদ সোহেল মনজুর সুমন মনোনয়নপত্র দাখিলকালীন সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো।
তিনি আরও বলেন, উন্নয়নের দিক থেকে কাউখালী ও নেছারাবাদ উপজেলা যথেষ্ট অবহেলিত। তাই উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করবো।
এ সময় তিনি বিএনপি, অঙ্গসংগঠনসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থনও কামনা করেন।
২৮শে ডিসেম্বর(রবিবার) বিকাল ৪ ঘটিকার সময় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে, জেলা প্রশাসক আবু সাঈদের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন বলে জানা যায়।
আহম্মদ সোহেল মনজুর সুমন একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে সুপরিচিত। এছাড়াও তিনি স্বাধীন বাংলাদেশের ১৯৭১ সনের মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান,সাবেক মন্ত্রী এবং ১৯৯৬ইং সনের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) সাবেক সংসদ সদস্য, মরহুম নুরুল ইসলাম মনজুরের সুযোগ্য উত্তরসূরী।
পিরোজপুর-২ আসনের প্রার্থী, আহম্মদ সোহেল মনজুর সুমনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দও উপস্থিত ছিলেন।