কাপ্তাই প্রতিনিধি।
পৌষের শীতে জনজীবন কর্মহীন হয়ে পরেছে খেটে খাওয়া লোকজন। দুপুর পর্যন্ত গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় খেটে খাওয়া লোকজনকে। এদিকে পাহাড়ি পল্লিতে বেলা ১২/১টা পর্যন্ত সূর্যের কোন দেখা মিলছেনা।
শীত নিবারণ করতে রাত ও দিন পর্যন্ত গাছের গুড়ি, বনের লতাপাতা জ্বালিয়ে শীত নিবারণ করছে বলে জানান, মংথুউ মং মারমা, রনাজয়মং মারমা।
শীতে বয়োবৃদ্ধ, শিশু ও মহিলারা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতাল ও ফার্মেসী গুলোতে চিকিৎসা নিচ্ছে।
কাপ্তাই উপজেলা স্থানীয় ফার্মেসি হক মেডিকেল হল পল্লি চিকিৎসক বুলবুল ও সুমন দাশ জানান, আমাদের নিকট বেশিরভাগ শিশু ও বয়োবৃদ্ধ লোক চিকিৎসা সেবা নেয়ার জন্য আসে। সর্দি,ঠান্ডা কাশি,হাপানি ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, তাঁদের হাসপাতালে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত সংখ্যা বেশি। তাঁর মধ্যে বয়োবৃদ্ধ, শিশু সংখ্যা বেশি। তাই এই শীতে সকলকে সর্তক হওয়ার জন্য গরম পোশাক , গরম পানিসহ ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য আহবান জানান।