কবির হোসেন- কাপ্তাই।
রাঙামাটির কাপ্তাই স্বর্ণটিলা জামে মসজিদটি দীর্ঘ ২১ বছরেও অর্থসংকটে পূর্ণ নির্মাণ হয়নি।
কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে স্বর্ণটিলা জামে মসজিদটি স্থাপিত হয়। স্থাপিত হওয়ার দীর্ঘ বছরেও পূর্ণ নির্মাণ না হওয়ায় এলাকার লোকজন, মুসল্লী নামাজ আদায় করতে পারছেনা। এছাড়া এলাকার শতাধিক শিশু কুরআন শিক্ষা হতে বঞ্চিত রয়েছে।
জানাযায়, স্বর্ণটিলা মসজিদ এলাকায় ১৩০পরিবার প্রায় পাঁচ শতাধিক লোক বসবাস করে। অত্র এলাকার লোকজন নিম্ন আয়ের মানুষ। দিনে আনে দিনে খায়।কেউ বা নদীতে মাছ শিকার করে সংসার চালায়। এলাকার লোকজন এবং মসজিদ কমিটি সকলে মিলে মসজিদ নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে দশটি পিলার নির্মাণ করেছে। মসজিদে বাকিঅংশসহ আনুষাঙ্গিক নির্মাণ কাজ অর্থ সংকটের ফলে বন্ধ রয়েছে।
মসজিদ কমিটির সভাপতি মো: সেলিম, সদস্য মো.নুরুল আলম জানান,আমরা মসজিদের বাকিঅংশ অর্থের কারনে করতে পারছিনা। এটি পূর্ণ নির্মাণ করতে আরও ১০/১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এলাকার লোকজন অসহায়, দরিদ্র খেটে খাওয়া তাদের পক্ষে এত টাকা দিয়ে মসজিদটি পূর্ণ নির্মাণ করা সম্ভব হয়। তাই কোন বিত্তবান ও দানশীল ব্যক্তি বা উন্নয়ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছেন।
মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন জানান,আপনারা সহযোগিতার হাত বাঁড়িয়ে দিলে মসজিদ অবশ্যই ইনশাআল্লাহ পূর্ণ নির্মাণ হবে।তাই মসজিদ টি নির্মাণে সকলের সহযোগিতা কামনা করছি।