মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি হাজী অ্যাডভোকেট আব্দুল খালেক, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামীমা আক্তার, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, পোরজনা এম.এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ারেছ আলী, পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. শামীম হোসেন, মশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহির উদ্দিন, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পারভেজ আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাসফিকা হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা বৃদ্ধি করে। ভবিষ্যতে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।