কাপ্তাই প্রতিনিধি:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই থানার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সহকারী সেক্রেটারি নুর জামাল এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাপ্তাই থানা আমীর হারুনুর রশীদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড সভাপতি সফিকুল আলম, প্রজেক্ট একাডেমীর সভাপতি মোহাম্মদ আমীর হোসাইন, ফুল বাগান ইউনিটের সভাপতি মইন উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির কাপ্তাই উত্তর শাখার সেক্রেটারী রাকিবুল ইসলাম, জামায়াত নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ১৯৭১ সালে দেশের সাধারণ মানুষই জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের দাবি, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার অপচেষ্টা দেশপ্রেমিক জনগণ কখনো মেনে নেবে না। দেশের সকল আপামর জনতা ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশকে গড়ে তুলবে।
এ সময় বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় দিবস উপলক্ষে দেওয়া একটি স্ট্যাটাসের সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানান এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমীর হারুনুর রশীদ।